Upadeshavali (Bengali) (Paperback)
শ্রীশ্রীরামকৃষ্ণদেব, শ্রীশ্রীমা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দ বর্তমানে সকলের ঘরে পূজ্য। তাঁদের ভাব ও শিক্ষা আন্তরিকভাবে গ্রহণ করলেই তাঁদের মান্য করা হয়। কিন্তু অনেকের পক্ষেই সমগ্র উপদেশ পাঠ করা সম্ভব হয় না। সকল গৃহে সকল স্তরের মানুষই যাতে জীবনের পরম উদ্দেশ্যের দিকে লক্ষ্য রেখে স্বীয় কর্তব্য বা স্বধর্মাদি পালন করে অগ্রসর হতে পারে, তথা তাঁদের অমূল্য উপদেশাবলী সম্বন্ধে জ্ঞানলাভ করার আকাঙ্ক্ষা যাতে সকলেরই উত্তরোত্তর বৃদ্ধি পায়, সেই উদ্দেশ্যেই তাঁদের কিছু সংখ্যক উপদেশ সংকলন করে এই পুস্তিকাটি ‘উপদেশাবলী’ নামে প্রকাশ করা হয়েছে।