Yugadishari Vivekananda (Bengali) (Deluxe)
‘যুগদিশারী বিবেকানন্দ’ গ্রন্থে স্বামীজীর উদ্বোধন পত্রিকার ‘শতবার্ষিক সংখ্যা’-এর বিষয়সূচীর ক্রমকে অনুসরণ করা হয়নি। তবে সেই সংখ্যার সব গুরুত্বপূর্ণ রচনাকেই এই গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়েছে। রচনাগুলিকে ছয়টি পর্বে ভাগ করা হয়েছে। ‘স্মৃতিকথা’ শীর্ষক পর্বে ১৬টি রচনার মধ্যে ৭টি ‘শতবার্ষিক সংখ্যা’ থেকে গৃহীত হয়েছে, বাকি ৯টি নতুন সংযোজিত হয়েছে। পূর্বে ঠাকুরের শতবার্ষিক সংখ্যা এবং শ্রীশ্রীমায়ের শতবার্ষিক সংখ্যা থেকে যথাক্রমে ‘যুগপুরুষ শ্রীরামকৃষ্ণ’ এবং ‘যুগজননী সারদা’ প্রকাশিত হওয়ার পরে এখন স্বামীজীর শতবার্ষিক সংখ্যাকে কেন্দ্র করে ‘যুগদিশারী বিবেকানন্দ’ প্রকাশিত হয়েছে।